Mallika Sengupta Kobita Samagra Pdf Download

Goodreads Choice Awards 2021
Open Preview

See a Problem?

We'd love your help. Let us know what's wrong with this preview of সীতায়ন by Mallika Sengupta.

Thanks for telling us about the problem.

Friend Reviews

To see what your friends thought of this book, please sign up.

Reader Q&A

To ask other readers questions about সীতায়ন, please sign up.

Be the first to ask a question about সীতায়ন

Community Reviews

 · 19 ratings  · 3 reviews
Start your review of সীতায়ন
Soumyabrata Sarkar
সীতায়ন। নাম থেকেই আন্দাজ করা যায়, এ সীতার কাহিনী। কিন্তু রামায়ণের সাথে তুলনা করলে, এই রচনা অনেকটাই সংকীর্ণ। যেখানে রামায়ণে আছে রামের জন্মের পূর্ব থেকে শেষ অব্দি ঘটিত কাহিনী, সেখানে এই সীতায়ানের আখ্যান সীতার বনবাসকালের জীবন ও স্মৃতিচারণ থেকে তাঁর অন্তর্ধান অব্দিই সীমিত। সময়কাল সংক্ষিপ্ত হলেও, লেখিকা অনেক গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছেন পাঠককে। আর্য-অনার্য দ্বন্দ্ব, বর্ণাশ্রম, জাতিভেদ, ব্রাহ্মণ ঋষিদের দ্বারা নিজস্বার্থসিদ্ধির হেতু কৃত ব্যাভিচার, নানা রাজনৈতিক ও কূটনৈতি সীতায়ন। নাম থেকেই আন্দাজ করা যায়, এ সীতার কাহিনী। কিন্তু রামায়ণের সাথে তুলনা করলে, এই রচনা অনেকটাই সংকীর্ণ। যেখানে রামায়ণে আছে রামের জন্মের পূর্ব থেকে শেষ অব্দি ঘটিত কাহিনী, সেখানে এই সীতায়ানের আখ্যান সীতার বনবাসকালের জীবন ও স্মৃতিচারণ থেকে তাঁর অন্তর্ধান অব্দিই সীমিত। সময়কাল সংক্ষিপ্ত হলেও, লেখিকা অনেক গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছেন পাঠককে। আর্য-অনার্য দ্বন্দ্ব, বর্ণাশ্রম, জাতিভেদ, ব্রাহ্মণ ঋষিদের দ্বারা নিজস্বার্থসিদ্ধির হেতু কৃত ব্যাভিচার, নানা রাজনৈতিক ও কূটনৈতিক চালের বেষ্টনে সমাজকে নিয়ন্ত্রিত করার সমাজব্যবস্থা, পুরুষ সমাজে নারী ও শূদ্রদের স্থান, রাজতান্ত্রিক রাজ্যে রাজা ও তাঁর প্রজা,পরিবার,পারিষদ, পুরোহিতের সাথে সম্পর্ক ও ব্যবহারে পক্ষপাতিত্ব ইত্যাদি।
রাম ও লক্ষ্মন ই শুধু নন, বরঞ্চ কম বেশি সব পুরুষ চরিত্রই এই কাহিনীতে হয় নারী-বিদ্বেষী নয় নারী কে হীন চোখে দেখতে অভস্ত্য। সীতার বাক্যবানে জর্জরিত বাল্মীকি, অগস্ত্য ও রাম তাই বারবারই সীতাকে ধমকে চুপ করতে, নয় লাজ-লজ্জার আড়ম্বরে বাক্য-নিয়ন্ত্রণ করতে বদ্ধ পরিকর। মহিলা মাত্রই তাঁকে নমনীয় ও তাঁর স্থান অন্তর্মহলে, এই অভিব্যক্তি সবার, সে ঋষি ই হোক কি রাজা কিংবা অরণ্যের অধিকারী। সেদিক থেকে অনেকটাই একতরফা লেগেছে এই বিবরণ।
অনেক ফাঁক ই থেকে গেছে সীতার দৃষ্টিতে ও কথায়, তাঁর কাহিনীর এই প্রচেষ্টায়। সীতার এত কিছু স্মৃতিচারণ এর মধ্যে নেই তার বাল্যকাল। নেই তার মা সুনয়না ও পিতা জনক। এমনকি যে সমসাময়িক কালে বর্ণিত হয়েছে এই কাহিনী, তখনও তাঁরা বর্তমান, কিন্তু অনুপস্থিত এই কাহিনীতে। একই কথা বলা যেতে পারে, সীতার বাকি বোনেদের ক্ষেত্রে। তাঁরা শুধু একটি পংতি তেই স্থান পেয়েছেন, শেষের দিকে। নেই সীতার শিক্ষা দীক্ষার কথা, যা তিনি পেয়েছেন মিথিলায়, বা নানা ঋষি মুনিদের আশ্রমে। যেহেতু বর্ণাশ্রম ও জাতিভেদ নিয়োগে হিরণ্যগর্ভর শিকলে একতরফা দৃষ্টিভঙ্গিতে রামকে দেখানো হয়েছে, তাই হয়তো উল্লেখ নেই শবরী, গুহ ও হনুমানের কথা, যারা উপরে বর্ণিত চরিত্রের মতোই তখনও জীবিত, অথচ রামের সখ্য ও বন্ধু। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, ভরত ও শত্রূঘ্ন এখানে শুধু কাগুজে চরিত্রই থেকে গেছেন।
কিন্তু এতো কিছু ফাঁক থাকা সত্ত্বেও, কাহিনীর ভাষা, ছন্দ ও স্বাদ পাঠকের মনকে নাড়া দিয়ে যায়। কাল্পনিক আখ্যানে শম্বুক ও তাঁর সাথীদের উপাখ্যানই সব চেয়ে সুন্দর লেগেছে। সীতার সাথে পাঠক ও প্রশ্নের পর প্রশ্নে বিদ্ধ করতে চাইবেন সমাজে ছড়িয়ে থাকা অন্যায়কে। প্রজাহিতাকাংক্ষী রামচন্দ্র কতটা সফল রাজা, স্বামী এবং পিতা হিসেবে, সর্বোপরি একজন আদর্শ মানুষ হিসেবে তিনি কতটা কার্যকর, সেই প্রশ্নই ঘুরে ফিরে আসে পাঠকের মনে। লেখনীর স্বাচ্ছন্দ্যে এই রচনা সুখপাঠ্য।
তবে সীতার আঙ্গিকে রামায়ণ এর চেয়ে ভালো পেয়েছি দেবদত্ত পত্তনায়কের রচিত ইংরেজি লেখায় : Sita ও ভোলগা রচিত তেলেগু থেকে অনুবাদিত ইংরেজি রচনা : The Liberation of Sita বইয়ে।
...more
DEB
Nov 29, 2019 rated it really liked it
আচ্ছা,কখনো ভেবে দেখেছেন রামায়ন যদি আর্যসন্তান বাল্মীকি না লিখে কোনো অনার্য লিখতেন ! তখনও কি তা বীরগাথাই থাকতো , নাকি বৈদেশিক কোনো প্রবল পরাক্রান্তের দ্বারা নিজের সংস্কৃতি ও মানুষদের হারানোর হাহাকার মিশে থাকতো তাতে । এমনকি যদি শ্রীরামপত্নী জানকীর জবানবন্দিতেও রামায়ন রচিত হতো তাহলেও হয়তো উঠে আসতো রামের জীবনের এক মিস্টার হাইড । এই বইটি সেরকমই একটি প্রচেষ্টা। একাধারে অগ্নিপরীক্ষার পর ও বনবাসের যন্ত্রণা , লবকুশের দ্বায়িত্বপালন সম্বন্ধে রামের আশ্চর্যরকম নিঃস্পৃহতা ও একাকি মাতৃত্বের মধ্যে দিয়ে জান আচ্ছা,কখনো ভেবে দেখেছেন রামায়ন যদি আর্যসন্তান বাল্মীকি না লিখে কোনো অনার্য লিখতেন ! তখনও কি তা বীরগাথাই থাকতো , নাকি বৈদেশিক কোনো প্রবল পরাক্রান্তের দ্বারা নিজের সংস্কৃতি ও মানুষদের হারানোর হাহাকার মিশে থাকতো তাতে । এমনকি যদি শ্রীরামপত্নী জানকীর জবানবন্দিতেও রামায়ন রচিত হতো তাহলেও হয়তো উঠে আসতো রামের জীবনের এক মিস্টার হাইড । এই বইটি সেরকমই একটি প্রচেষ্টা। একাধারে অগ্নিপরীক্ষার পর ও বনবাসের যন্ত্রণা , লবকুশের দ্বায়িত্বপালন সম্বন্ধে রামের আশ্চর্যরকম নিঃস্পৃহতা ও একাকি মাতৃত্বের মধ্যে দিয়ে জানকীর চারিত্রিক কাঠিন্যের বিকাশ এবং অপরদিকে অনার্যদের রামের হাতে স্বজন হারানোর হাহাকার ও তারপরে কতক বাধ্য হয়েই আর্যায়নের মাধ্যমে বর্ণাশ্রমের সবচেয়ে নিচু পদে সামিল হওয়ার এক ব্যাতিক্রমি গল্প তুলে ধরেছে এই বইটি । ...more
Mahmudur Rahman
রামায়ণের সীতাকে তুলে আনা সম্ভব ছিল, সেখানে আর্য অনার্য তত্ত্ব আর 'নারী সর্বদা নির্যাতিতা' ট্যাগলাইন এসে যাওয়ায় শেষ অবদি আসলে একটা উপন্যাস দাঁড়াইল কিন্তু 'সীতায়ন' হয় নাই। রামায়ণের সীতাকে তুলে আনা সম্ভব ছিল, সেখানে আর্য অনার্য তত্ত্ব আর 'নারী সর্বদা নির্যাতিতা' ট্যাগলাইন এসে যাওয়ায় শেষ অবদি আসলে একটা উপন্যাস দাঁড়াইল কিন্তু 'সীতায়ন' হয় নাই। ...more
Jakob Free
Nishat Binte Monsur
Aishi Roy
Snehal Patel
Anindita Roy
Mou Bhowmik
Mousumi
HEERAK KUMAR
Nipu
Mahim Hossain
Biswajit Shewlee
Samar Chatterjee
Aparna Gupta
Manabendra
Mousumi Sarkar
Antara Mitra Mandal

News & Interviews

Some people love books. Some people fall in love. And some people love books about falling in love. Every month our team sorts through...

Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.

Login animation

Posted by: colewilliamsone0199229.blogspot.com

Source: https://www.goodreads.com/book/show/15697213

Post a Comment

Previous Post Next Post